Friday, May 6, 2011

কেশবপুরে ২ মাথাওয়ালা শিশু, জন্মের ৫ ঘণ্টা পর মৃত্যু

কেশবপুরে ২ মাথাওয়ালা শিশু, জন্মের ৫ ঘণ্টা পর মৃত্যু


কেশবপুরে ২ মাথাওয়ালা শিশু, জন্মের ৫ ঘণ্টা পর মৃত্যু


যশোর, ৬ মে : যশোরের কেশবপুরে কপোতাক্ষ সার্জিক্যাল ক্লিনিকে দুই মাথাওয়ালা একটি ছেলে শিশু জন্ম নেয়। কিন্তু জন্মের ৫ ঘণ্টা পর শিশুটি মারা গেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় সীমা মজুমদার নামে এক মহিলা অস্ত্রোপচারের মাধ্যমে এ শিশুর জন্ম দেন।
জানা যায়, কেশবপুরের গড়ভাঙ্গা গ্রামের সমিত মজুমদারের স্ত্রী সীমা মজুমদারকে আজ সকালে শহরের কপোতাক্ষ সার্জিক্যাল ক্লিনিকে ভর্তি করা হয়। সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সদর হাসপাতালের ডা. আবুল কালাম আজাদ তার অস্ত্রোপচার করেন। এ সময় দুই মাথা বিশিষ্ট একটি পুত্র সন্তানের জন্ম হয়। শিশুটির ২টি মাথা, ২টি হাত, ৪টি চোখ, ৪টি কান, ২টি পা ও ২টি নাক রয়েছে।
কেশবপুর হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. হেদায়েতুল ইসলাম জানান, ক্রোমোজম বা জন্মকোষের ত্রুটির কারণে এ ধরনের শিশুর জন্ম হয়ে থাকে। তবে এসব অস্বাভাবিক শিশুর জন্মের পরপরই মৃত্যু ঘটে থাকে। এ ধরনের শিশুর জন্ম হওয়ার পর মায়েদের কোনো ক্ষতির সম্ভাবনা থাকে না।
এদিকে দুই মাথা বিশিষ্ট শিশু জন্মের খবর পেয়ে শিশুটিকে দেখার জন্য শত শত মানুষ ক্লিনিকের সামনে ভিড় জমায়।  
আলাউদ্দিন বাচ্চু রিয়াধ